বগুড়ায় ছয় বছরের ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার কাহালুতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। ১২ মার্চ এ ঘটনা ঘটে বলে অভিযোগ।মেয়েকে ধর্ষণের অভিযোগে এক মা বাদী হয়ে শুক্রবার (১৪ মার্চ) কাহালু থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার দুই শিশুকে কৌশলে শয়নকক্ষে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ এবং অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুর ইসলাম। এ কথা কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখান। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তখন
এই পাতার আরো খবর