
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এ বিষয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠিও পাঠিয়েছেন।
সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ ঘোষণা দেন ট্রাম্প। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণের কথা জানান তিনি। হোয়াইট হাউস ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুরুর তারিখ ছিল ৯ জুলাই, তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
নতুন শুল্ক অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ, মিয়ানমার ও লাওসের ওপর ৪০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ, মালয়েশিয়া ও তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, বসনিয়া ও সার্বিয়ার ওপর যথাক্রমে ৩০ ও ৩৫ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং কাজাখস্তানের ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
ড. ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ শুল্ক বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতির অসামঞ্জস্য কমানোর একটি প্রয়াস। তবে আপনারা যদি যুক্তরাষ্ট্রেই উৎপাদন করেন, তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না।”