শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
তামিমকে সিসিইউ থেকে কেবিনে শিপট করা হয়েছে।
প্রকাশ কাল | মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:১৫ পূর্বাহ্ন

তামিম ইকবাল এখন কেমন আছেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তামিম হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের ২৪ ঘণ্টার নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা সম্পর্কে স্বস্তির খবর মিলেছে। জানা গেছে, তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তারকে তিনি জানিয়েছেন, আগের চেয়ে ভালো অনুভব করছেন তিনি। তাতে তামিমকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। সিসিইউতেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন দেশসেরা এই ওপেনার। বর্তমানে তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। এরপর ওই হাসপাতালেই এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) পরানো হয় তামিমের।

তামিমের গুরুতর অবস্থায় দ্রুততার সঙ্গে স্টেন্টিংয়ের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ সিদ্ধান্ত গ্রহণের কারণেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তামিম। স্টেন্ট বসানোর পর এখন অনেকটা সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন। চোখ খুলেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে। যদিও সেটি তার শরীরের কন্ডিশনের ওপর নির্ভর করবে বলেও জানা গেছে।

এদিকে মাঠ থেকে তামিমের হার্ট অ্যাটাকের খবরে গতকাল থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গন। জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে বিদেশি অনেকেই তার সুস্থতায় সবার দোয়া চেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও তামিমের স্বাস্থের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাদের জরুরি বোর্ড সভা স্থর্গিত করে দিয়ে তামিমের পাশে এসে দাঁড়িয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page