
চুয়াডাঙ্গার জীবননগরে নুরনাহার খাতুন (৪৭) নামে এক ঋণগ্রহীতাকে বিআরডিবির অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে।
জানা গেছে, বিআরডিবির মাঠকর্মী হিসেবে দীর্ঘ ১১ বছর ধরে কর্মরত আছেন আবেদা সুলতানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। ২০২৪ সালে তিনি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী নুরনাহার খাতুনকে তিন লাখ টাকা ঋণ দেন। ঋণের মেয়াদ শেষ হয় চলতি বছরের এপ্রিল মাসে, তবে এখনো তার কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে।
বৃহস্পতিবার নুরনাহার খাতুন ১০ হাজার টাকা পরিশোধ করতে বিআরডিবি অফিসে গেলে আবেদা সুলতানা জানান, ঋণের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন পুরো অর্থ পরিশোধ করতে হবে। টাকা পরিশোধে অক্ষম হওয়ায় আবেদা সুলতানা তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে নিজ বাসায় চলে যান।
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ এসে নুরনাহার খাতুনকে উদ্ধার করে।