
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে রাজধানীর মেট্রোরেল পিলারগুলোতে আঁকা হচ্ছে ব্যতিক্রমী গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলের আলোচিত ও সমালোচিত ঘটনাগুলো স্থান পাচ্ছে এসব চিত্রকর্মে।
৫ আগস্টের মধ্যে কাজ শেষ করতে চারুশিল্পীরা বৃষ্টিকে উপেক্ষা করে দিনরাত কাজ করছেন। তাদের রঙ ও তুলির আঁচড়ে ফুটে উঠছে আওয়ামী সরকারের দমন-পীড়নের নানা চিত্র।
কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে ফার্মগেট পর্যন্ত সড়কের পিলারগুলোতে গ্রাফিতি আঁকার কাজ চলছে। প্রতিটি পিলারের এক পাশে সাল ও ঘটনাশিরোনাম আর বাকি তিন পাশে সে বছরের তিনটি উল্লেখযোগ্য ঘটনার চিত্রায়ন করা হচ্ছে।
- ২০২৪ সালের অভ্যুত্থান,
- কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন,
- তনু ও ফেলানি হত্যাকাণ্ড,
- বিশ্বজিৎ হত্যা ও ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া,
- শাপলা চত্বরের রক্তাক্ত অভিযান এবং
- বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনসহ নানা নির্যাতনের চিত্র।
এই ব্যতিক্রমী উদ্যোগে সহায়তা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা অনুরোধ জানিয়েছে, মেট্রোরেল পিলারে অনুমোদিত এসব চিত্রকর্মের বাইরে যেন কোথাও পোস্টার লাগানো না হয়।
প্রথম ধাপে কারওয়ান বাজার থেকে ফার্মগেট অংশে কাজ শেষ হলে, পরবর্তী ধাপে বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত এই গ্রাফিতি আঁকা হবে।