রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
বোমা মেরে বিএনপিকে দমন করা সম্ভব নয়: রিজভী
প্রকাশ কাল | রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন
‘বিচারের পর জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আপত্তি নেই’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ককটেল বিস্ফোরণ কিংবা বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এসব ঘটনার পেছনে কারা জড়িত—তা প্রকাশ্যে না আসায় কারও নাম উল্লেখ করা হচ্ছে না। তবে এই ষড়যন্ত্রের উৎস খুঁজে বের করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা ভবিষ্যতের পরিণতির কথা চিন্তা না করেই সহিংস পথ বেছে নিচ্ছে। দলের নামে যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হবে—তাদের বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। তারপরও যারা বিএনপির ঘাড়ে দোষ চাপাতে চায়, তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি—তারা আসলে কীসের দায় চাপাতে চায়?

তিনি আরও সতর্ক করে বলেন, যদি রাষ্ট্র বা ক্ষমতাসীন পক্ষ পরিবেশ অস্থির করতে জড়িত থাকে, তাহলে তার পরিণতিও শুভ হবে না।

এই পাতার আরো খবর
Our Like Page