রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নান্নু গ্রেপ্তার
প্রকাশ কাল | মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন

মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নান্নু সেই ব্যক্তি, যিনি ভাইরাল হওয়া ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগের ওপর নির্মম আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন বলে জানা গেছে।

এই নিয়ে সোহাগ হত্যা মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, রোববার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে ও ইটের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। পরদিন নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে, চাঁদাবাজিকে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।

এই পাতার আরো খবর
Our Like Page