
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘নৌকা’ প্রতীক বহাল রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অভিশপ্ত ‘নৌকা’ প্রতীককে আপনারা কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা গণঅভ্যুত্থানকে যেন উপহাস করলেন। কার স্বার্থে এই প্রতীক ধরে রাখছেন? কাদের এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছেন আপনারা?”
তিনি আরও লেখেন, “পরাজিতদের স্বপ্নের ‘রিফাইন্ড আওয়ামী লীগ’-এর জন্য তাদের পুরোনো প্রতীক ফিরিয়ে দিতে চান? একজন সচেতন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার স্পষ্ট প্রশ্ন রইল।”
পোস্টের মন্তব্যের ঘরে আসিফ স্পষ্ট করে বলেন, “আমি সরকারে থেকেও একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। তাই একজন উপদেষ্টা হিসেবে নয়, বরং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি প্রশ্ন তোলার অধিকার রাখি।”
উল্লেখ্য, গত রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তালিকায় নৌকা প্রতীক আপাতত রাখা হবে। তার ভাষায়, “প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি নির্দিষ্ট প্রতীক সংরক্ষিত থাকে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।”