রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
জনগণকে রাস্তায় নামিয়ে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল ইসরায়েল: খামেনি
প্রকাশ কাল | শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ন

ইসরাইলের সাম্প্রতিক হামলার উদ্দেশ্য ছিল তেহরানের শাসনব্যবস্থাকে দুর্বল করা ও অস্থিরতা সৃষ্টি করে সরকার পতনের পথ তৈরি করা—এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘দখলদারদের পরিকল্পনা ছিল ইরানের কিছু নির্দিষ্ট ব্যক্তিত্ব ও সংবেদনশীল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হানা, যাতে শাসনব্যবস্থাকে দুর্বল করা যায়।’

তিনি আরও বলেন, এ হামলার মাধ্যমে তারা অস্থিরতা ছড়িয়ে জনগণকে রাস্তায় নামিয়ে সরকার উৎখাতের চেষ্টা চালায়।—খবর টাইমস অব ইসরাইল।

এ ছাড়া, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন খামেনি। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান নতুন যেকোনো হামলা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত।

এই পাতার আরো খবর
Our Like Page