জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার রাত ১১টার দিকে তিনি ডা. শফিকুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ সময় নাহিদ ইসলাম তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে একই দিন রাত সাড়ে ৯টায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও জামায়াত আমিরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং স্বাস্থ্যের খোঁজ নেন।
জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানিয়েছেন, ডা. শফিক বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে চিকিৎসকদের চেকআপ শেষে তাকে বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই পাতার আরো খবর