রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আপিল বিভাগের নীরবতা পালন।
প্রকাশ কাল | মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা থাকলেও বাকি সবাই শিক্ষার্থী। এই হৃদয়বিদারক ঘটনার পর নিহতদের স্মরণে নীরবতা পালন করেছে আপিল বিভাগ।

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি জানান, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ১টার পর সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম স্থগিত রাখা হবে।

এই মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া, নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এই পাতার আরো খবর
Our Like Page