
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম মাহিকে ঘিরে টেন্ডার সংক্রান্ত আর্থিক অস্বচ্ছতার অভিযোগ ছড়িয়েছে। এসব অভিযোগের জবাবে সোমবার দিবাগত রাতে মাহবুব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে দাবি করেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, যারা এই গুজব ছড়াচ্ছেন, বিশেষ করে বনি আমিন নামক এক ব্যক্তি—তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুক পোস্টে মাহবুব আলম মাহি লিখেছেন, তার ব্যাংক হিসাবের গত ছয় মাসের লেনদেন তিনি প্রকাশ করেছেন এবং তিনি অস্ট্রেলিয়ায় মাস্টার্সের ছাত্র ছিলেন। ভাই মাহফুজ আলমের মাধ্যমে কোনো ধরনের তদবির বা আর্থিক সুবিধা নেননি বলেও উল্লেখ করেন তিনি। বরং পরিবারিকভাবে ব্যবসায় যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট করেন এবং বলেন, পরিবারগতভাবে কোনো অস্পষ্টতা নেই—সবকিছুই আইনগত এবং প্রকাশ্য।
তিনি আরও জানান, দেশে ফিরে আসার পর অনেক অনুরোধ এলেও তার ভাই মাহফুজ কোনো তদবির করেননি এবং পরিবারের সদস্যদেরও নিষেধ করেছেন।
পোস্টের শেষদিকে মাহি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”
এদিকে, মাহবুব আলম মাহির এই পোস্টের প্রতিক্রিয়ায় বনি আমিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “ব্যাংক অ্যাকাউন্ট ছেপে মাহফুজের ভাই আমাদের অ্যাডমিনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে! বনি আমিন যে কে এই ‘মাল’, সেটাই জানে না, আফসোস!”