রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের।
প্রকাশ কাল | শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৩১ জুলাই বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে মহিলা দলের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, “সামনে যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে যে বাংলাদেশ দরকার, তা গড়তে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য নারীসমাজকে সচেতন থাকতে হবে।”

এ সময় তিনি ঘোষণা দেন, সরকার গঠন করলে প্রাথমিক পর্যায়ে অন্তত ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। নারীদের এই ফ্যামিলি কার্ড ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখা হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এই পাতার আরো খবর
Our Like Page