
কুমিল্লায় যুবলীগ নেতা মাসরুর হোসেন লিটনের বিরুদ্ধে আপন পাঁচ বোনকে নির্যাতন ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতা ওই পাঁচ বোনকে বাড়ি থেকে উচ্ছেদেরও চেষ্টা করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নাহিদ ইসলাম, রেশমা ইসলাম, ইয়াসমিন আক্তার, নাসরিন আক্তার ও নাছিমা ইসলাম নামের পাঁচ বোন। এর আগে তারা কুমিল্লা কোতোয়ালি থানায় ভাইয়ের বিরুদ্ধে একাধিক জিডি ও একটি লিখিত অভিযোগও করেছেন।
অভিযুক্ত মাসরুর হোসেন লিটন কুমিল্লা নগরীর শহীদ খাজা নিজাম উদ্দিন রোড এলাকার বাসিন্দা এবং মৃত সিরাজুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, তাদের বাবা সিরাজুল ইসলাম বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। চাকরিসূত্রে তিনি গ্রামের বাড়ি বুড়িচং এলাকায় জমি কিনেছিলেন। পরবর্তীতে মা সামসুন নাহার সেই জমি বিক্রি করে নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকায় তিনতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। মা জীবিত অবস্থায় ছয় ভাইবোনের নামে পৃথকভাবে জমি ও সম্পত্তির কাগজপত্র তৈরি করে দেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, তাদের একমাত্র ভাই মাসরুর হোসেন লিটন সম্পত্তির পুরোটা দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। একাধিকবার হুমকি ও সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের উচ্ছেদ করতে চেষ্টা চালানো হয়েছে বলেও জানান তিনি। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মাসরুর লিটন তার ব্যক্তিগত নম্বরে ফোন রিসিভ করেননি। পরে তার স্ত্রীর নম্বরে কল করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি লাইন কেটে দেন।
এদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, মাসরুর হোসেন লিটনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।