রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নির্বাচন বৈধ না হলে তা আয়োজন অর্থহীন: ড. ইউনূস
প্রকাশ কাল | শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই। বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সিএনএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার চেষ্টা করছে। এ নির্বাচন হবে দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রথম ভোট, যার আগে এক বছরেরও বেশি সময় ধরে সহিংস বিক্ষোভের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এই সংস্কার কার্যক্রমের তত্ত্বাবধান করছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন।

তিনি সিএনএ-কে বলেন, “নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই। আমার দায়িত্ব হলো গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। আমরা আমাদের লক্ষ্য পূরণের পথে অনেকটা এগিয়ে গেছি।

অনেক ক্ষেত্রেই সংস্কার আনতে হয়েছে, কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে জালিয়াতি, অপব্যবহার ও দুর্নীতিতে জর্জরিত ছিল।”

এই পাতার আরো খবর
Our Like Page