
চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীরসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই পরোয়ানা জারি করেন। অপর দুই আসামি হলেন নঈম নিজাম এবং শাহেদ মুহাম্মদ আলী।
বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলাটি ২৬ মে দায়ের করা হয়। আসামিদের আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়েছিল। রবিবার তারা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেছেন।’
মামলাটি অনলাইন নিউজ পোর্টাল সকালসন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম দায়ের করেছিলেন। রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালের ১৬ অক্টোবর পদত্যাগ করেন। কোম্পানির কাছে দীর্ঘমেয়াদি সার্ভিস বেনিফিট বাবদ পাওনা টাকা পরিশোধের জন্য তাকে ১০টি চেক দেওয়া হয়েছিল। এর মধ্যে দুইটি চেক নগদায়ন হলেও বাকি ৮টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকা ডিজঅনার হয়।
রাহেনুর ইসলাম ৮ এপ্রিল আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু টাকা পরিশোধ না হওয়ায় তিনি আদালতে মামলা করেন।