শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
চাঁদাবাজ ও খুনিদের বাংলার ক্ষমতাসীটেও আর দেখতে চাই না: রেজাউল করীম বিএনপির নিশ্চিত জয়ের প্রভাবেই ভোট বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে: বেবী নাজনীন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সবসময় চলতেই থাকবে: হাদি নারীবান্ধব ক্যাম্পাস গড়তে উমামা ফাতেমা দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি ‘ফ্যাসিস্ট পতনের পর তারেক রহমানকে সব দলই মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে’: সেলিম রেজা নুরের ওপর হামলার ঘটনায় যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না: ইশরাকের হুঁশিয়ারি চীনের বৃহত্তম সামরিক মহড়ায় একই মঞ্চে উপস্থিত শি জিনপিং, পুতিন ও কিম জং উন আন্তর্জাতিক মান অনুসারে উন্নীত করার লক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদ সংস্কার ও আধুনিকায়নের পথে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির হাতে নিরাপদ: ডা. শাহাদাত নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে
Headline
Wellcome to our website...
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তার অবৈধ হলে আদালত তাকে মুক্তি দেবে, কারণ বিচার ব্যবস্থা স্বাধীন।
প্রকাশ কাল | মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে। এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি নাসির উদ্দিন সাথীকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, আদালত তাকে মুক্তি দেবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।”

এসময় তিনি আসন্ন নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বাহিনীতে নতুন নিয়োগের তথ্য তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের মধ্যে নতুন সৃজিত পদ ছাড়াও শূন্যপদ পূরণ করা হয়েছে। পুলিশের ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল এবং আনসার ও বিজিবিতে কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।

মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনা হোক। ঢাকায় এ প্রবণতা কিছুটা কমেছে, তবে আশপাশের জেলাগুলোতে এখনো ঘটছে। রংপুরেও সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনতে।”

তিনি আরও বলেন, “আমরা চাই নির্দোষ কেউ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। অপরাধী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। সাধারণত ছোট অপরাধীদের ধরা হয়, আর বড় অপরাধীরা পার পেয়ে যায়। এবার বড় একজন ধরা পড়েছে, তাই সবাই আলোচনায় ব্যস্ত। অথচ ছোটদের বিষয়ে তেমন কিছু বলা হয় না। তাই নির্দোষ কেউ ধরা পড়লে তা যেন সঠিকভাবে সামনে আসে। আপনারা সবসময় সত্য কথা তুলে ধরেন বলে আপনাদের ধন্যবাদ।”

এই পাতার আরো খবর
Our Like Page