
অবশেষে এলো নির্বাচনের মৌসুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর পর আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, এই সব নির্বাচন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সুর স্থাপন করবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “গতকাল (সোমবার) বিকেল থেকে মিডিয়ায় ডাকসু নির্বাচনের খবর পুরোপুরি দখল করে নিয়েছে, অন্য সংবাদগুলো গৌণ হয়ে গেছে। হঠাৎ করে জাতীয় নতুন প্রশ্ন হলো—কে হবেন ডাকসুর পরবর্তী ভিপি আর জিএস?”
শফিকুল আলম আরও উল্লেখ করেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রদল কি বিএনপির জন্য ফেব্রুয়ারির ভোটের আগে নির্বাচনী গতি তৈরি করতে পারবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি জুলাইয়ে পাওয়া সাফল্যকে ব্যালট বাক্সে বিজয়ে রূপ দিতে পারবে? শিবির ও অন্যান্য ইসলামপন্থী ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিল, তারা কি ডাকসুতে অবস্থান তৈরি করতে পারবে? নতুন উদ্যমী বামপন্থীরা কি ক্যাম্পাসে শক্তিশালী এক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে?”
তার ভাষায়, “নিশ্চয়ই সময়টা অত্যন্ত রোমাঞ্চকর! আর আমার আগ্রহ কোথায়? উত্তরটা সহজ—অবশেষে আমি ‘নাকে তেল দিয়ে ঘুম’ দিতে পারব!”