রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
যুবদল সভাপতির বিরুদ্ধে জমি ও ব্যবসা দখলের অভিযোগ উঠেছে
প্রকাশ কাল | বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ মাঝির ভিটা এলাকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পক্ষে আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোম্পানির জমি ও ব্যবসা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারেক উল্লাহ চৌধুরী।

ধ্রুব অভিযোগ করেন, নাজমা খাতুন নামে এক নারীকে সহযোগিতা করে কোম্পানির ৩৬ শতাংশ জমিতে ঘর নির্মাণ করিয়েছেন তারেক চৌধুরী। অথচ ওই জমিসহ মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে খারিজ হয়েছে বলে দাবি করেন তিনি। প্রমাণ হিসেবে খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) ও কেইস নং ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ এর নথিও উপস্থাপন করেন।

ধ্রুব আরও অভিযোগ করেন, এর আগেও তারেক উল্লাহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” দখল করেছিলেন। বর্তমানে তিনি এলাকায় ভীতি সৃষ্টি করে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য আড়াল করার চেষ্টা করছেন।

অন্যদিকে, নাজমা খাতুন দাবি করেন, তিনি চার বছর আগে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কাছ থেকে ৩৬ শতাংশ জমি কিনে ভোগ দখল করে আছেন। কোম্পানির সঙ্গে আলোচনাও চলছে, সন্তোষজনক দাম পাওয়া গেলে জমি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।

এ বিষয়ে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, আসাদ উল্লাহ চৌধুরীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। একইভাবে নাজমা খাতুনও পুনরায় দাবি করেন, তিনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং আলোচনা সাপেক্ষে সমাধানে যেতে আগ্রহী।

এই পাতার আরো খবর
Our Like Page