রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
‘ডিসেম্বরে দেশে তীব্র রাজনৈতিক সংঘাতের আশঙ্কা রয়েছে’: মাসুদ কামাল
প্রকাশ কাল | শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:০৫ পূর্বাহ্ন

আগামী ডিসেম্বরে দেশে বড় ধরনের রাজনৈতিক সংঘাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউসুফ নামের এক দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় মন্তব্য করার সময় তিনি এ আশঙ্কার কথা জানান।

বৃহস্পতিবার আয়োজিত এক পর্বে দর্শকের এ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেন সাংবাদিক মাসুদ কামাল। ইউসুফ লিখেছিলেন, “আমার মনে হয়, সহসা নির্বাচন হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে।”

‘দর্শকের কথা’ শিরোনামের অনুষ্ঠানে এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, “ইউসুফ সাহেবের কেন এমনটা মনে হচ্ছে, আমি নিশ্চিত নই। তবে আশ্চর্যের বিষয় হলো, একই ধরনের মন্তব্য আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি। অনেকেই মনে করছেন, হয়তো ইউনূস সরকার শেষ পর্যন্ত নির্বাচন আয়োজনের সুযোগ নাও পেতে পারে। এ নিয়ে তাদের কিছু যুক্তিও আছে, কিন্তু সেগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করতে চাই না।”

আরেক দর্শক তাহমিনা আক্তার লিখেছেন, “মাসুদ কামাল ভাই, বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা?” এর জবাবে মাসুদ কামাল বলেন, “তার বক্তব্যের মূল অর্থ হলো—আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম নিয়ে আমি সমালোচনা করেছিলাম। তার মতে, সেই কারণেই সরকারের পতন ঘটেছে। কিন্তু নতুন সরকার এসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, বরং নানা সমস্যার সৃষ্টি করেছে। কোনটা ‘খাল’ আর কোনটা ‘কুমির’, তা আগে থেকে বলা কঠিন। তবে এটুকু স্পষ্ট, নতুন সরকার মানুষকে আশানুরূপ কিছু দিতে পারেনি।”

এ ছাড়া, সোহেল রানা নামের আরেক দর্শক মন্তব্য করেন, “আমার মনে হয় না নির্বাচন হবে। হোক বা না হোক, এটি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না; বরং সবচেয়ে লজ্জাজনক, অসম্মানজনক এবং ব্যর্থ নির্বাচন হবে।”

এর জবাবে মাসুদ কামাল বলেন, “সোহেল সাহেব কেন এমনটা মনে করছেন তা তিনি ব্যাখ্যা করেননি। তবে আমরা নিজেরাও কিছুটা হলেও একই ধরনের শঙ্কা পোষণ করি। আমার ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। কিন্তু সেটি ইতিহাসের সেরা নির্বাচন হবে না। কারণ, বিপুলসংখ্যক ভোটার এবার তাদের পছন্দের প্রার্থী কিংবা প্রতীকই পাবে না। ফলে এই নির্বাচনটি বেশ বিতর্কিত হবে বলেই আমার মনে হয়।”

এই পাতার আরো খবর
Our Like Page