রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সবসময় চলতেই থাকবে: হাদি
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া এবং নানা অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করার কারণে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই বিষয়টিতে হাদি নিজেই তার অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেছেন, “মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। লড়াই চলবে। কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এই মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হত্যার মাধ্যমে এই লড়াই কখনও বন্ধ করা সম্ভব নয়।”

বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে হাদি এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, “মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেকেই আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু এটুকু বলি—বাংলাদেশ নামের এই জমিন যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে। তাই কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এই মাটির সন্তানেরা লড়াই চালিয়ে যাবেই। আমাদেরকে হত্যার মাধ্যমে এই লড়াই কখনো বন্ধ হবে না। ওরা এক আবরারকে হত্যা করলে, ফের লক্ষ আবরার জন্ম নেবে এই মাটিতে। আমি চলে গেলেও আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।”

হাদি আরও বলেন, “অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দেবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কখনো দমে যাব না। না মানে—না!”

শেষে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে লিখেছেন, “হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজিয়ে দাও।”

নির্ভয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাদি বলেন, “মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শাহাদাতের জন্যই পৃথিবীতে এসেছি। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।”

এই পাতার আরো খবর
Our Like Page