কিউটিভি ডেস্ক:
২ অক্টোবর ২০২৫ | বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রীড়া অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের পক্ষ থেকে কল দিয়ে কাউন্সিলর দিতে বলা হয়েছে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে। ওনারাই ইলেকশন ফিক্স করার চেষ্টা করেছিলেন।”
তিনি আরও দাবি করেন, এ সংক্রান্ত কিছু কলরেকর্ড ও ডকুমেন্টস তার কাছে রয়েছে। এসব রেকর্ডে নির্বাচন করলে ছয় মাস পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে, যা জাতীয় নির্বাচন-পরবর্তী ভয় দেখানোর মতো ইঙ্গিত বহন করে।
আসিফ মাহমুদ জানান, বিসিবি নির্বাচন নিয়ে কেউ একজন ফোনে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে। পরে কোহলি বিষয়টি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি বলেন, “এমন অভিযোগ করা দেশের জন্য লজ্জাজনক।”
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণের অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেন, “পাপন ভাইয়ের সময় কাউন্সিলর হতেন আওয়ামী লীগের সভাপতি, সদস্য বা নেতাদের আত্মীয়রা, যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তখনই প্রকৃত অর্থে হস্তক্ষেপ হতো।”
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক চূড়ান্ত হয়নি। নির্বাচন ভন্ডুলের আশঙ্কা থাকলেও নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।


