রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি অসুস্থ, সবার কাছে দোয়া চাইলেন
প্রকাশ কাল | শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি | ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

ঢাকা, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫:মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রেখে দর্শকদের মনে জায়গা করে নেওয়া আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি এখন অভিনয় থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনে নানা কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অসুস্থতার ইঙ্গিত দিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
তিন্নি লিখেছেন, “আমি কখনও ডাক্তার দেখাইনি এই ভেবে যে, হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে। এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি অসুস্থ কিনা তা জানতে আজ ডাক্তারের সাথে দেখা করেছি। তিনি একজন চমৎকার মানুষ। আমাকে অনেকগুলো পরীক্ষা করাতে দিয়েছেন, কারণ তিনি চিন্তিত।”
যদিও সরাসরি নিজের অসুস্থতার কথা প্রকাশ করেননি, তবে দোয়া চেয়ে বলেছেন, “আমি সবার কাছে দোয়া চাইছি। যেন আমার প্রতিটি পরীক্ষার ফল ইতিবাচক আসে। আমি আমার মেয়েদের সঙ্গে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাইলাম।”
শোবিজ ছেড়ে পারিবারিক জীবনে মনোযোগী তিন্নি আরও লিখেছেন, “মানবজন্ম বড়ই মধুর, যদি হও মানুষ—এটা কারও কথা বা কোটস না, এটা আমার কথা। আর আমার দাদুর কথা হলো, ‘মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর’। শুভ হোক মানব জনমের।”
প্রসঙ্গত, ২০০৪ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর তিন্নি টিভি নাটকে অভিনয় শুরু করেন। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘৬৯’ দিয়ে নাট্যাঙ্গনে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে অসংখ্য দর্শকপ্রিয় নাটক এবং ‘সে আমার মন কেড়েছে’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন।
২০১৭ সালে ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে আব্দুন নূর সজলের সঙ্গে শেষবারের মতো তাকে দেখা যায়। এরপর বড় মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডায় পাড়ি জমান তিনি। অভিনয় জীবনে *‘চোখের বাইরে’, ‘স্বপ্নের নীল পরী’, ‘অপেক্ষা’, ‘সুখের অসুখ’, ‘কবি বলেছেন’, ‘দয়িতা’, ‘সেই তুমি’, ‘কাগজের ঘর’, ‘ভালোবাসার শুরু’, ‘চোখে আমার তৃষ্ণা’, ‘তোমায় দিলাম পৃথিবী’, ‘তুমি আমার অহংকার’, ‘লীলাবতী’, ‘জেগে থেকো’, ‘একই বৃন্তে’*সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিন্নি।

এই পাতার আরো খবর
Our Like Page