রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
জাতিসংঘ সভাপতির পদে প্রার্থিতা প্রত্যাহার: ফিলিস্তিনের কৃতজ্ঞতা বাংলাদেশকে
প্রকাশ কাল | শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন

কিউটিভি ডেস্ক:

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫:জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার পাঠানো এক বার্তায় দূতাবাস জানায়, এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও অটল সংহতির প্রতিফলন ঘটায়।

একইসঙ্গে এটি দুই জাতির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনরায় নিশ্চিত করে। প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রার্থী হলে বাংলাদেশ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের আগ্রহ থাকবে বাংলাদেশের।

এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ভ্রাতৃপ্রতীম দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাকে আনন্দিত করে না। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, শুরুতে মূলত সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও পরে ফিলিস্তিনও প্রার্থী হয়, যদিও এ বিষয়ে বাংলাদেশকে আগে অবহিত করা হয়নি।

শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের মধ্যদিয়ে বাংলাদেশ আবারো প্রমাণ করল— ফিলিস্তিনের পাশে সব সময় থাকবে ঢাকা।

এই পাতার আরো খবর
Our Like Page