উদ্ভাবক আবু আলী ইবনে সিনা , ছবি সংগৃহীত
রক্ত পরীক্ষা দিয়ে ১০ মিনিটে ক্যানসার শনাক্ত: বাংলাদেশের নতুন উদ্ভাবন
কিউটিভি বাংলা ডেস্ক:
বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার অপেক্ষায় রয়েছে এক অভিনব প্রযুক্তি, যা স্বল্প সময়ে শুধু রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের যেকোনো অঙ্গের যেকোনো ধরনের ক্যানসার শনাক্ত করতে সক্ষম।
এই পদ্ধতিতে প্রাথমিক পর্যায়েই ক্যানসার চিহ্নিত করা সম্ভব, ফলে সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যানসার সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।
উদ্ভাবক আবু আলী ইবনে সিনা জানান, ‘পদ্ধতিটি সহজ ও সাশ্রয়ী। রক্তের ডিএনএ তৈরি হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে ক্যানসার শনাক্ত করা যাবে। প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হলে রোগীর জীবন বাঁচবে এবং চিকিৎসা ব্যয়ও কমবে। বাংলাদেশের মানুষের জন্য এই উদ্ভাবনের সুফল পৌঁছে দিতে আমরা আরও গবেষণা চালিয়ে যাব।’
এই পাতার আরো খবর
Our Like Page


