নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের দিরাইয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনিরের এক বক্তব্যকে ইসলাম অবমাননাকর দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে দিরাই মধ্য বাজার জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের জনতার ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় পরিণত হয়।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক কুমার তালুকদার, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া ও পৌর বিএনপির সদস্য কয়সর ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করে বলেন, রোজা ইসলামের পঞ্চম স্তম্ভের একটি ফরজ বিধান। একে পূজার সঙ্গে তুলনা করে শিশির মনির ইসলাম থেকে সরে গেছেন। তাকে প্রকাশ্যে তওবা করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় দিরাইর তৌহিদী জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে ব্যারিস্টার শিশির মনির তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি বলেছিলাম, আমরা এক মুদ্রার দুই পিঠ— একদিকে রোজা, অন্যদিকে পূজা। রোজা ও পূজা মিশিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। বরং বোঝাতে চেয়েছি, মুসলমান ও হিন্দু উভয়েই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।”
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কেউ ধর্মীয় সম্প্রীতির দৃষ্টিকোণ থেকে শিশির মনিরের বক্তব্যের ব্যাখ্যা দিলেও অন্য পক্ষ এটিকে ধর্মীয় অবমাননা হিসেবে দেখছে।


