রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
এনসিপি নেতাদের উদ্দেশে রিজভী: ‘শাপলা না দিলে ধানের শীষও দেওয়া হবে না—এমন অযাচিত বিতর্ক বন্ধ করুন’
প্রকাশ কাল | শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:২৭ অপরাহ্ন
রুহুল কবির রিজভী, এনসিপি, ধানের শীষ, শাপলা প্রতীক, বিএনপি, জাতীয় নির্বাচন ২০২৫, গাজীপুর বিএনপি,
ফাইল ছবি | ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এনসিপি নেতাদের উদ্দেশে বলেছেন, “আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না—এমন অযাচিত বিতর্ক সৃষ্টি করে কেন সময় নষ্ট করছেন? এতে ঐক্যবদ্ধ চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “আপনারা চান শাপলা প্রতীক। সেটা জাতীয় প্রতীক ও জাতীয় ফুল—এ বিষয়ে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ধানের শীষকে এর সঙ্গে টানার অর্থ নেই। ধানের শীষ ৪৭ বছরের নির্বাচনী প্রতীক, মওলানা ভাসানীর দল থেকেও এ প্রতীকের ঐতিহ্য এসেছে। এখন বলছেন, শাপলা না দিলে ধানের শীষও না—এটা যেন ছোট ভাইয়ের অভিমানী দাবি। এই আচরণ ঐক্যবদ্ধ রাজনীতির পরিপন্থী।”

তিনি আরও বলেন, “ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির নির্বাচনী প্রতীক ছিল। এটিকে প্রশ্নবিদ্ধ করা মানে জোটের ভিত দুর্বল করা।”

স্বৈরশাসক শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, “দেশে গভীর চক্রান্ত চলছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন—তাকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তার ও তার স্বজনদের নামে বাড়ি-জমি। গোটা দেশটাই যেন তার রাজত্ব।”

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, “যারা জনগণের মাঝে ভীতি সৃষ্টি করে, দুর্নীতিবাজ বা অপরাধী, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তবে শ্রমিক, কৃষক, শিক্ষক, চাকরিজীবী—যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা সবাই সদস্য হতে পারবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মাহবুবুল ইসলাম, যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, ডা. জাহিদুল কবির ও তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ।

এই পাতার আরো খবর
Our Like Page