রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়: জামায়াত আমির
প্রকাশ কাল | রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামায়াত আমির, ডা. শফিকুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী, গুম খুন বিচার, সেনাবাহিনী বিচারপ্রক্রিয়া, জুলাই আন্দোলন, মানবাধিকার, আধুনিক বাংলাদেশ
জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান

কিউটিভি বাংলা ডেস্ক
ঢাকা: গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কিছু সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন।”
রোববার (১২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান, যা পরবর্তীতে দলের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। এতে দেশে গুম ও খুনের এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য গভীর দুর্ভাগ্যের বিষয়।”
তিনি আরও বলেন, “তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে।”
সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়ে জামায়াত আমির জানান, “ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা এসেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।”
বিচারপ্রক্রিয়া স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আশা করি, কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি হবে। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের অবস্থান বা পরিচয় ব্যবহার করে জনগণের ক্ষতি সাধন থেকে বিরত থাকবে। পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে।”

এই পাতার আরো খবর
Our Like Page