‘দ্য বার্ডস অফ বলিউড’ ছবির ‘গফুর’ গানে নেচে বর্তমানে প্রশংসা কুড়াচ্ছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার নৃত্যে মজেছেন দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র ব্যক্তিত্বরাও। তবে এবার সেই প্রশংসার ভেতর থেকেই জন্ম নিয়েছে বিতর্ক—অভিনেতাকে কেন্দ্র করে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর তামান্নার নাচ নিয়ে মন্তব্য করেন, যা মুহূর্তেই বিতর্কের জন্ম দেয়। তামান্নার নাচের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।”
তামান্না যদিও বহুবার প্রকাশ্যে জানিয়েছেন যে বলিউডে তার প্রতি ব্যবহৃত ‘মিল্কি বিউটি’ উপাধিটি তিনি পছন্দ করেন না। তাই অন্নুর এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অভিনেত্রীর ভক্তরা।
এর আগেও তামান্নার ‘আজ কি রাত’ গানের নাচ ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সে সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “এই গান শোনালে শিশুরা নাকি চুপ করে খায় ও ঘুমিয়ে পড়ে।” সেই মন্তব্যকে কেন্দ্র করেও অন্নু কাপুর পডকাস্টে কটাক্ষ করেন।
তিনি বলেন, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোয়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। বোন, নিজের গান আর দুধের মতো শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে—দেশের উপকারই হচ্ছে।”
অন্নুর এমন মন্তব্যে নেটিজেনরা ক্ষোভে ফুঁসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন তার মানসিক অবস্থা নিয়েও। কেউ লিখেছেন, “একজন সিনিয়র শিল্পীর মুখে এমন মন্তব্য লজ্জাজনক।”
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তামান্না ভাটিয়া।


