শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
রাজনৈতিক পরিবর্তনে ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ, বাড়ছে রেমিট্যান্স ও রফতানি আয়
প্রকাশ কাল | বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংক, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয়, রেমিট্যান্স, রফতানি আয়, ডলার রিজার্ভ, অর্থনীতি, বৈদেশিক ঋণ, আমদানি-রফতানি
ছবি সংগৃহীত

করোনার সময় হুন্ডির তৎপরতা কমে যাওয়ায় বৈধ পথে বাড়তে থাকে প্রবাসী আয়। এর প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রার মজুদে। ২০২১ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৮ বিলিয়ন ডলারে। তবে বেশিদিন এই ঊর্ধ্বগতি টেকেনি; বছর দুয়ের মধ্যে রিজার্ভ নেমে আসে অর্ধেকে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও বাড়তে শুরু করেছে দেশের রিজার্ভ। রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, রফতানি এবং বিদেশি ঋণের প্রবাহে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন,

“বিভিন্ন প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি প্রবাসীরা নিয়মিত টাকা পাঠাচ্ছেন, রফতানি আয়ও বেড়েছে। সব মিলিয়ে রিজার্ভ এখন উপরের দিকে যাচ্ছে। তিন মাসের আমদানি বিল পরিশোধের মতো অর্থ থাকা মানেই অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে — সেই বিবেচনায় আমরা এখন ভালো অবস্থায়।”

তবে অর্থনীতিবিদরা বলছেন, এই স্বস্তি টেকসই করতে হলে রেমিট্যান্স ও রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন,

“রেমিট্যান্স ও রফতানির প্রবণতাকে ইতিবাচক রাখতে হবে। বিদেশি ঋণ দ্রুত অবমুক্ত করা ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। কারণ, সামনে আমদানির চাপ ও ঋণ পরিসেবার চাপ দুইটাই বাড়বে।”

বাংলাদেশ ব্যাংক বলছে, আকু পেমেন্ট ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ থাকলেও বড় কোনো চ্যালেঞ্জ নেই।
মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান,

“বাংলাদেশ ব্যাংক সরাসরি বেসরকারি আমদানি ফান্ডিং করে না। শুধু সরকার ও কৃষি খাতের জরুরি আমদানিতে সহায়তা দেয়। বাকি আমদানি ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে বা প্রবাসী আয়ের অর্থ ব্যবহার করেই পরিশোধ করতে পারে। তাই রিজার্ভে বড় সংকটের আশঙ্কা নেই।”

অর্থপাচার রোধ ও বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি বিদেশি ঋণ ব্যবহারে স্বচ্ছতা ও বিনিয়োগ জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বছরের শেষে রিজার্ভ আরও বাড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

এই পাতার আরো খবর
Our Like Page