শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
চবি চাকসু নির্বাচনে বহিরাগতদের আটকাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে: ছাত্রশিবিরের ভিপি প্রার্থী
প্রকাশ কাল | বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
চবি চাকসু নির্বাচন, ছাত্রশিবির, ইব্রাহিম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ নির্বাচন ২০২৫, বহিরাগত, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, আচরণবিধি লঙ্ঘন
ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহিম হোসেন অভিযোগ করেছেন যে, ভোটকেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে। তার দাবি, ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকেই বহিরাগতদের সঙ্গে ছিলেন, অথচ পরিচয়পত্র ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা নয়।

বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইব্রাহিম হোসেন বলেন,

“প্রশাসন বহিরাগতদের আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের পরও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন।”

তিনি আরও বলেন,

“হাতের কালি অমোচনীয় হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে সেটি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন এ বিষয়ে আরও সচেতন হতে পারতেন।”

এ ছাড়া তিনি অভিযোগ করেন, প্রকৌশল অনুষদ ভবনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ১০ থেকে ১৫টি ব্যালট দেওয়া হয়েছে।

“অসতর্কতার কারণে এমনটি হয়েছে বলে জানানো হলেও, এ ধরনের দায়িত্বহীনতার জন্য প্রিসাইডিং কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে,”—বলেন তিনি।

চবি চাকসু নির্বাচনে এর আগেও ছাত্রদল, শিবির ও অন্যান্য প্যানেলের পক্ষ থেকে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এই পাতার আরো খবর
Our Like Page