চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কারচুপি চেষ্টার অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাতেই তারা এই কর্মসূচি পালন করে। অন্যদিকে, প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের একাংশ।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন,
“চাকসু নির্বাচনে দিনব্যাপী নানা ধরনের অনিয়মের খবর পেয়েছি আমরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। ভোটের মাত্র সত্তর শতাংশ পড়েছে, কিন্তু ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। আমরা আশঙ্কা করছি—ফল গণনায় কারচুপির চেষ্টা চলছে। তাই শাহবাগে অবস্থান নিয়েছি।”
এর আগে শাহবাগ মোড় থেকে একটি ছোট মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ঢাবি ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও ছাত্র পরিবহণ সম্পাদক পদের প্রার্থী সাইফউল্লাহসহ সংগঠনটির একাংশের নেতারা।
সাইফউল্লাহ বলেন,
“চাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আমরা এই মিছিল করেছি। স্বচ্ছ ভোট গণনা ছাড়া আমরা ফল মেনে নেব না।”
চাকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে অনিয়মের অভিযোগে ছাত্রদল মনোনীত প্যানেল ও শিবির সমর্থিত প্রার্থীরা ভোট স্থগিত ও পুনর্গণনার দাবি তুলেছেন।
ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫
১৬ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম: চাকসুতে ‘কারচুপি চেষ্টার’ প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের অবস্থান
১৫ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম: চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ: প্রধান নির্বাচন কমিশনার
১৫ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম: হোস্টেল সংসদ ফলাফল ঘোষণা, এগিয়ে ছাত্রদল
১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম: নির্বাচনে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে: শিবির সমর্থিত ভিপি প্রার্থী


