রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
যমুনায় তিন বাহিনী প্রধানের বৈঠক, নিরাপত্তা নির্দেশ প্রধান উপদেষ্টার জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৭১ এ অপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান: আলাল জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান শতাব্দীর ভয়াবহ তাণ্ডবের পর দুর্বল হলো ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ফেরেনি গুমের শিকার ৩৫০ জন: নিখোঁজ স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ শেখ হাসিনার রায় বিলম্বিত করার নতুন কূটকৌশল, নভেম্বরে রায় অনিশ্চিত
Headline
Wellcome to our website...
অ্যাটর্নি জেনারেল: জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে
প্রকাশ কাল | শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন
জুলাই সনদ, জুলাই হত্যার বিচার, অ্যাটর্নি জেনারেল, আসাদুজ্জামান, গণঅভ্যুত্থান ২০২৪, রাজনৈতিক ঐক্য, অন্তর্বর্তী সরকার, বিচারপ্রক্রিয়া, ডিবেট ফর ডেমোক্রেসি
সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যার বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না এবং তা স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে কেউ যদি জুলাই সনদ বানচাল করতে চায়, তা হলে দেশ পিছিয়ে পড়বে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“জুলাই সনদ নিয়ে তর্কের প্রয়োজন নেই, কারণ এটি পরিবর্তনের সুযোগ রাখে। কেউ চাইলে মতামত দিতে পারে, তবে এ সনদ বাস্তবায়ন থেমে থাকবে না। আর দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের প্রতি দায়মুক্তির প্রশ্ন নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন,

“জুলাই হত্যার বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। এ বিচার চলবে ন্যায়বিচার ও প্রমাণের ভিত্তিতে।”

তিনি আরও বলেন,

“জুলাই সনদ স্বাক্ষর হয়েছে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। এখানে মতবিরোধ থাকলেও গণতান্ত্রিক শৃঙ্খলা ও সমঝোতার পথেই এগিয়ে যেতে হবে। যারা সনদ স্বাক্ষরে যায়নি, তারাও প্রক্রিয়ার বাইরে নয়।”

গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৫টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ এ স্বাক্ষর করে। সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অংশ নেন।

জুলাই সনদ তৈরির আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও অনুষ্ঠানে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এই পাতার আরো খবর
Our Like Page