ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, এছাড়া আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুনের খবর পেয়ে মোট ৩৬টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, আগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, একই সঙ্গে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়া মাত্রই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিমানবন্দরের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাঁরা সবাইকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।


