গত ১২ বছরে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই পুনরাবৃত্তির ফলে বিমানবন্দর নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে।
২০১৩ সালের ৫ এপ্রিল: কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশে আগুন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
২০১৫ সালের ২০ ডিসেম্বর: ইমিগ্রেশন পুলিশের একটি দপ্তরে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড। দ্রুত নিভিয়ে বড় ক্ষতি এড়ানো যায়।
২০১৭ সালের ১১ আগস্ট: মূল ভবনের ২ নম্বর টার্মিনালের তৃতীয় তলায় আগুন। সূত্র অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার অফিস থেকে সূত্রপাত।
২০২২ সালের ১৪ ডিসেম্বর: নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের দুটি তেলবাহী ট্যাংকারে আগুন। ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে।
২০২৫ সালের ১৮ অক্টোবর: আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। খবর পাওয়া যায়, ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে প্রথমে ধোঁয়া দেখা দেয় এবং তা দাউ দাউ করে জ্বলে ওঠে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র: বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সংবাদ মাধ্যম।


