বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ও নায়করাজ রাজ্জাকের জ্যেষ্ঠ পুত্র অভিনেতা বাপ্পারাজ আবারও আলোচনায়। তবে এবার কোনো নতুন সিনেমা বা অভিনয়ের কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বক্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন বাপ্পারাজ। সেখানে তিনি বর্তমান চলচ্চিত্র অঙ্গনের অবস্থা, শিল্পীদের পারস্পরিক মূল্যায়নের অভাব এবং জনপ্রিয়তার রাজনীতিকে তুলে ধরে লেখেন—
“আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে— ও নেই বলেই এর উত্থান হয়েছে। ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা। একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।”
তিনি আরও লিখেছেন,
“ও থাকাবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ও থাকাবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। মানুষ জীবিত থাকতে আমরা তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা— আদিখ্যেতা।”
বাপ্পারাজের এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ তার বক্তব্যকে সময়োপযোগী বলেছেন, আবার কেউ মনে করছেন তিনি ইঙ্গিত করেছেন চলচ্চিত্র অঙ্গনের ভেতরকার দ্বন্দ্ব ও হিংসার দিকে।
স্ট্যাটাসটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মিডিয়া পেজেও ঝড় তোলে। মন্তব্যের ঘরে যুক্ত হয় বহু মতামত। এক নেটিজেন লিখেছেন—
“কেউ কারও জায়গা নিতে পারে না। যার কদর করার, তাকে সময়ই উপরে তুলে দেয়।”
আরেকজন মন্তব্য করেন—
“আমরা বাঙালিরা জীবিত অবস্থায় মানুষকে মূল্য দিই না। তারপর মৃত্যু হলে আদিখ্যেতা দেখাই— ট্রিবিউট দিই। কথাটা বেদনার হলেও সত্য।”
উল্লেখ্য, বাপ্পারাজ ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন। তিন দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বিশেষ করে ত্রিভুজ প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। সম্প্রতি তার অভিনীত পুরনো সিনেমা ‘প্রেমের সমাধি’-র সংলাপ “চাচা, হেনা কোথায়?” সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হওয়ায় তিনি নতুন প্রজন্মেও আলোচনায় আসেন।
চলচ্চিত্রের মান, গ্ল্যামার এবং গৌরব ফিরে পেতে এখনই উদ্যোগী হওয়া জরুরি বলে মনে করেন তিনি। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি অভিনেতা।


