আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া শিক্ষক-কর্মচারীদের নিয়োগ ও ভাতা প্রদান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুসরণ করে করতে হবে।
বর্ধিত ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য থাকবেন না, এবং ভাতা প্রদানে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই মানা হবে। যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে। এছাড়া প্রশাসনিক মন্ত্রণালয় জারি করা জি.ও-এর কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
এই প্রজ্ঞাপন ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। শনিবার তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করলেও রোববার ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে সরকার শিক্ষকদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করেছে।


