ঢাকার চলচ্চিত্র অঙ্গনে সচরাচর প্লাস্টিক সার্জারি বিষয়ে মুখ খোলেন না অভিনেত্রীরা। তবে এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এ প্রসঙ্গে মন্তব্য করেন।
জয়া বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা। বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি মাঝে মাঝে দেখি।”
তিনি ট্রল প্রসঙ্গেও বলেন, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির ‘মারোওও’ সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়েছিল। জয়া মন্তব্য করেন, “এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সবকিছুতে সফল হব? ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছু ভুল না। ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।”
২০২৫ সাল জয়া আহসানের জন্য সফল বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ছবি ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ মুক্তি পেয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ফেরেশতে’। এছাড়াও ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।


