বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি ঘোষণা করেছে। সংগঠনটি আগামী ১ নভেম্বর সারা দেশে সাংবাদিক বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে। শনিবার সকালে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত নির্বাহী পরিষদের সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএফইউজের ২১ দফা দাবির মধ্যে অন্যতম হলো—
✅ সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ
✅ নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন
✅ দশম ওয়েজ বোর্ড গঠন
✅ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন
✅ সপ্তাহে দুইদিন ছুটি নিশ্চিত করা
✅ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি
✅ কালাকানুন ও গণমাধ্যমবিরোধী আইন বাতিল
✅ সাংবাদিকদের পাওনা আদায়ে পৃথক শ্রম আদালত প্রতিষ্ঠা
সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সংগঠনের নেতারা বলেন, গণমাধ্যম এখন নানামুখী সংকটে পড়েছে। বেতন-বোনাস বকেয়া, ছাঁটাই ও নির্যাতনের শিকার হচ্ছে সাংবাদিকরা। অথচ ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে গড়িমসি করা হচ্ছে।
সভায় বক্তারা বলেন, “নবম ওয়েজ বোর্ড দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা আর আশ্বাস চাই না, বাস্তবায়ন চাই।” সংগঠনের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান— “ওয়েজ বোর্ড ছাড়া কোনো মিডিয়া চলবে না। প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কোষাধ্যক্ষ শহীদুল ইসলামসহ বিভিন্ন আঞ্চলিক সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরসহ বিভিন্ন জেলার নেতারাও সমর্থন জানান।
বিএফইউজে বলেছে, গণমাধ্যমের ওপর আরোপিত ২৭.৫% কর বাতিল করতে হবে। কারণ এই করহার সংবাদপত্র শিল্পকে ধ্বংস করছে। উন্নয়নশীল দেশের গণমাধ্যমকে বাঁচাতে জরুরি সহায়তা দিতে হবে এবং স্বাধীন গণমাধ্যম নীতি প্রণয়ন করতে হবে।
সভা শেষে ১ নভেম্বর দেশের সব জেলা, বিভাগ ও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি আদায় না হলে পরবর্তী ধাপে ঢাকা অবরোধ, কলম বিরতি ও অনির্দিষ্টকালের ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।


