রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
এনসিপি কোন জোটে যাবে, জানালেন আহ্বায়ক নাহিদ
প্রকাশ কাল | মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
এনসিপি, নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি জোট, রাজশাহী রাজনীতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, বাংলাদেশ রাজনীতি, রাজনৈতিক জোট, জুলাই সনদ, সংস্কার
ছবি সংগৃহীত

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি জমে উঠেছে। তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। অনেকে ধারণা করছেন, বিএনপির সঙ্গে জোট করতে পারে এনসিপি।
তবে মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, “যদি আমাদের জোটে যেতে হয়, তা অবশ্যই নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন, “সংস্কারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় বা যাদের ইতিহাসে দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জোটে যাওয়ার আগে আমাদের গভীরভাবে ভাবতে হবে। জনগণের আমাদের প্রতি প্রত্যাশা অনেক, তাই আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর সমন্বয়ক মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই পাতার আরো খবর
Our Like Page