বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
রূপগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়ন্ত্রণে গাজী বাহিনীর দাপট রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার নোয়াখালীর সুবর্ণচরে যুবদলের শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গু আক্রান্তে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ভিয়েতনামে ২৪ ঘণ্টায় ১,০৮৫ মিলিমিটার বৃষ্টিতে মধ্যাঞ্চল প্লাবিত আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল সালমান শাহ হত্যার আসামি খল-অভিনেতা ডন ভুয়া কোম্পানি খুলে ১৭ হাজার কোটি টাকা ঋণ ও বিদেশে পাচার: সাবেক মন্ত্রী সাইফুজ্জামান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠাতে কড়াকড়ি শর্ত ঘোষণা
Headline
Wellcome to our website...
বৃহস্পতিবারের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে ১০টির বেশি অতিরিক্ত সিম
প্রকাশ কাল | বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন
বিটিআরসি, সিম নিবন্ধন, এনআইডি সিম সীমা, অতিরিক্ত সিম বন্ধ, মোবাইল অপারেটর, ডি-রেজিস্টার সিম, টেলিযোগাযোগ
ফাইল ছবি

বাংলাদেশে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না—এই নিয়ম বাস্তবায়নে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের জরুরি ঘোষণায় জানানো হয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকে এনআইডিতে নিবন্ধিত অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে

বিটিআরসির এই নির্দেশনার ফলে যেসব গ্রাহকের এনআইডিতে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাঁদের এখনই অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। সময়সীমা শেষ হলে গ্রাহক নিজে কোন সিম রাখবেন আর কোনটি বাদ দেবেন—এ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর থাকবে না। দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেবে, যা নতুন করে চালু করা যাবে না।


গ্রাহকদের কী করতে হবে?

বিটিআরসি জানিয়েছে, প্রতি এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখার নিয়ম বহাল রয়েছে। গ্রাহকরা পছন্দমতো ১০টি সিম ব্যবহার করে বাকি সিমগুলো অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল থেকে ডায়াল করতে পারবেন:

*16001#

এরপর এনআইডির শেষ ৪ সংখ্যা লিখে সাবমিট করলে তথ্য পাওয়া যাবে।


কেন এমন সিদ্ধান্ত নিল বিটিআরসি?

বিটিআরসি জানিয়েছে, অপরাধকারীরা অনেক সময় ভুয়া বা অন্যের নামে একাধিক সিম ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম করে থাকে। এসব নিয়ন্ত্রণে সিম নিবন্ধন ব্যবস্থাকে সুশৃঙ্খল এবং নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিটিআরসি কর্মকর্তারা বলছেন, আগে অনেকেই নিজের অজান্তে নির্দিষ্ট সীমার চেয়ে বেশি সিম নিবন্ধিত করেছেন। আবার বহু মানুষ পুরোনো সিম ডি-রেজিস্টার না করেই নতুন সিম সংগ্রহ করেছেন। এতে জাতীয় পরিচয়পত্রের অপব্যবহারসহ সিম জালিয়াতির ঘটনা বেড়েছে। তাই এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সময়সীমা শেষ হলে কী হবে?

সময়সীমা শেষে বিটিআরসি দৈবচয়ন (Random Selection) পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো বন্ধ করবে। অর্থাৎ কোন গ্রাহকের এনআইডিতে যদি ১২টি সিম থাকে, তার ২টি সিম বিটিআরসি নিজে থেকেই বন্ধ করে দেবে। কোন সিম বন্ধ হবে সেটা গ্রাহক বেছে নিতে পারবেন না।

একই সঙ্গে গ্রাহক নিজে ডি-রেজিস্ট্রেশন না করলে বা মালিকানা পরিবর্তন না করলে অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দিয়েছে বিটিআরসি।


কোন কোন অপারেটরের সিম এতে অন্তর্ভুক্ত?

এই নিয়ম দেশের সব মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে প্রযোজ্য—

  • গ্রামীণফোন

  • রবি

  • এয়ারটেল

  • বাংলালিংক

  • টেলিটক


গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

✅ জরুরি কাজের সিম সচল রাখতে প্রাধান্য দিন
✅ অপ্রয়োজনীয় পুরনো সিম ডি-রেজিস্টার করুন
✅ অন্য কারও নামে সিম ব্যবহার না করার পরামর্শ
✅ জালিয়াতি রোধে সিম তথ্য যাচাই বাধ্যতামূলক


বিটিআরসি জানিয়েছে, যে কেউ নিজ নামে সিম ব্যবহার করতে চান তিনি বৈধ উপায়ে নতুন সিম নিবন্ধন করতে পারবেন, তবে তার আগে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে হবে। গ্রাহকরা চাইলে অপারেটরের সার্ভিস সেন্টারে গিয়ে সিম মালিকানা পরিবর্তন (Ownership Transfer)-ও করতে পারবেন।

এই পাতার আরো খবর
Our Like Page