শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে টাইগাররা

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগের দুই ম্যাচের মতো এবারও কোনো পরিবর্তন আনেনি বিসিবি। একই দল নিয়েই মাঠে নামবে টাইগাররা।

টানা চারটি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল। কিন্তু চলমান সিরিজে পরপর দুই ম্যাচে হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে শুক্রবার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য আগের দুই ম্যাচের দলই রাখা হয়েছে। স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।”

সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগের দুই ম্যাচেই এই মাঠে হেরেছে বাংলাদেশ। এবার তাই ঘুরে দাঁড়ানোই দলের প্রধান লক্ষ্য।

এদিকে দলের অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা শেষ ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামব। এই দলটার সামর্থ্য আছে ভালো কিছু করার। আগের দুই ম্যাচে ছোটখাটো ভুলগুলো সংশোধন করে জয়ের পথে ফিরতে চাই।”

বাংলাদেশের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডটি হলো—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ব্যাটিং অর্ডারে কিছু কৌশলগত পরিবর্তন আনতে হতে পারে। একইসঙ্গে বোলিংয়ে মুস্তাফিজ ও তাসকিনের পারফরম্যান্স হবে নির্ধারক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে জিততে পারলে অন্তত কিছুটা মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ দল।

এই পাতার আরো খবর
Our Like Page