রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭ নতুন রোগী
প্রকাশ কাল | সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ন
ডেঙ্গু, ডেঙ্গু মৃত্যু, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর, ডেঙ্গু আক্রান্ত, হাসপাতাল ভর্তি, ডেঙ্গু পরিসংখ্যান
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন (রোববার) ডেঙ্গুতে মারা যান ৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৮২২ জন এবং মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এই পাতার আরো খবর
Our Like Page