রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নেত্রকোণার পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা | ত্রয়োদশ জাতীয় নির্বাচন
প্রকাশ কাল | সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
বিএনপি, নেত্রকোণা নির্বাচন, প্রার্থী তালিকা, জাতীয় নির্বাচন ২০২৫, ব্যারিস্টার কায়সার কামাল, লুৎফুজ্জামান বাবর, ডা. আনোয়ারুল হক, আবু তাহের তালুকদার, ড. রফিকুল ইসলাম হিলালী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলার পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঘোষিত তালিকা অনুযায়ী—

  • নেত্রকোণা-১ আসনে প্রার্থী হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল

  • নেত্রকোণা-২ আসনে ডা. অধ্যাপক আনোয়ারুল হক

  • নেত্রকোণা-৩ আসনে ড. রফিকুল ইসলাম হিলালী

  • নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর

  • নেত্রকোণা-৫ আসনে আবু তাহের তালুকদার মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনী প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছেন প্রার্থীরা।

এদিকে বিএনপি সূত্র জানায়, সারাদেশের অন্যান্য আসনের প্রার্থী তালিকাও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

এই পাতার আরো খবর
Our Like Page