মুন্সিগঞ্জে তিন দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড় শুরু বৃহস্পতিবার
মুন্সিগঞ্জের দিরাইরপাড়ে অবস্থিত মাদানী কমপ্লেক্সে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড়। সহীহ ঈমান ও আমল, তাযকিয়া ও আত্মশুদ্ধি, তালিম ও দাওয়াতের এই ইসলামী সমাবেশটি আয়োজন করেছে মাদানী মজলিস বাংলাদেশ।
জোড়ে প্রধান আশরাফিক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, শায়খুল ইসলাম হযরত আল্লামা সাইয়্যেদ আহমদ মাদানী রহ.-এর দোহিত্রী এবং আলেমে রাব্বানী আল্লামায়ে রাসূল হযরত আল্লামা সাইয়্যেদ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ (ভারত)।
আহ্বান জানাচ্ছেন ফিদায়ে মিল্লাত, সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযশী খলিফা, পীরে কামেল, শায়খে তারীকাত, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মহাসচিব ও প্রধান মুফতী আল্লামা মুফতী হাফীজুদ্দীন হাফিজ (দা.বা.)।
তিন দিনব্যাপী এই ইসলাহী জোড়ের সমাপনী ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর ২০২৫, রবিবার ফজরের নামাজের পর। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, পীর-মাশায়েখ ও তলবায়ে ইলমসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজক সংস্থা মাদানী মজলিস বাংলাদেশ অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকার প্রিয় আহলানে দাওয়াতসহ নিয়ে আসার আহ্বান জানিয়েছে।


