রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
মুন্সিগঞ্জে তিন দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড় ১৩-১৫ নভেম্বর
প্রকাশ কাল | বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন
হাফীজনগর, ইসলাহী জোড়, মুন্সিগঞ্জ, মাদানী মজলিস, ইসলামিক সমাবেশ, আলেম, দাওয়াত, আত্মশুদ্ধি
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে তিন দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড় শুরু বৃহস্পতিবার

মুন্সিগঞ্জের দিরাইরপাড়ে অবস্থিত মাদানী কমপ্লেক্সে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী হাফীজনগর ইসলাহী জোড়। সহীহ ঈমান ও আমল, তাযকিয়া ও আত্মশুদ্ধি, তালিম ও দাওয়াতের এই ইসলামী সমাবেশটি আয়োজন করেছে মাদানী মজলিস বাংলাদেশ

জোড়ে প্রধান আশরাফিক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, শায়খুল ইসলাম হযরত আল্লামা সাইয়্যেদ আহমদ মাদানী রহ.-এর দোহিত্রী এবং আলেমে রাব্বানী আল্লামায়ে রাসূল হযরত আল্লামা সাইয়্যেদ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ (ভারত)

আহ্বান জানাচ্ছেন ফিদায়ে মিল্লাত, সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযশী খলিফা, পীরে কামেল, শায়খে তারীকাত, জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মহাসচিব ও প্রধান মুফতী আল্লামা মুফতী হাফীজুদ্দীন হাফিজ (দা.বা.)

তিন দিনব্যাপী এই ইসলাহী জোড়ের সমাপনী ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর ২০২৫, রবিবার ফজরের নামাজের পর। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, পীর-মাশায়েখ ও তলবায়ে ইলমসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক সংস্থা মাদানী মজলিস বাংলাদেশ অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকার প্রিয় আহলানে দাওয়াতসহ নিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page