শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
এসিপি’র ঢাকা উত্তরের সমন্বয়কারী সদস্য হলেন মো. মান্নান তালুকদার মাহিন
প্রকাশ কাল | বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
মো. মান্নান তালুকদার মাহিন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ঢাকা মহানগর উত্তর, জুলাই আন্দোলন, আখতার হোসেন, সারজিস আলম, রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির ঢাকা উত্তরের সমন্বয়কারী সদস্য হলেন মো. মান্নান তালুকদার মাহিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হয়েছেন তরুণ রাজনৈতিক নেতা মো. মান্নান তালুকদার (মাহিন)

মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

“জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্দেশক্রমে সমন্বয়কারী সদস্য হিসেবে মো. মান্নান তালুকদার (মাহিন)-কে যুক্ত করা হলো।”

এ তথ্যটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।


এদিকে মাহিনকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর উত্তরার জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলেন, জুলাই বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত এই তরুণ নেতা উত্তরার সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবেন।

সমন্বয়কারী সদস্য হিসেবে যুক্ত হওয়ার পর মাহিন বলেন,

“ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করে যাব। জুলাইয়ের চেতনা ও চব্বিশের স্পিরিটকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সক্রিয় ভূমিকা রাখেন মাহিন। সেই সময় তিনি স্থানীয় আন্দোলনকারীদের সঙ্গে থেকে মাঠপর্যায়ে সংগঠিত ভূমিকা পালন করেন।

বর্তমানে উত্তরাসহ আশপাশের বিভিন্ন থানায় এনসিপির কার্যক্রম বেগবান করতে নিয়মিত সমন্বয় করছেন তরুণ এই সংগঠক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকেই এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

এই পাতার আরো খবর
Our Like Page