মনোয়ার হোসেন দিপু: ভেদরগঞ্জ প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার নিজ বাড়ি থেকে বিল্লাল মাল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বিল্লালকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক ধারণা ও তদন্ত
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে বিল্লাল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ভেদরগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে।”
ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ
মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
পরিবারে শোকের ছায়া
হঠাৎ বিল্লালের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, বিল্লাল শান্ত-স্বভাবের তরুণ ছিলেন। তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে নানান জল্পনা-কল্পনা চলছে।


