রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ফুলবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমিতে পিচ রাস্তা নির্মাণ অভিযোগ
প্রকাশ কাল | রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
ফুলবাড়ী, দিনাজপুর, এলজিডি, রাস্তা নির্মাণ, জমি বিরোধ, ব্যক্তিমালিকানাধীন জমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিচ ঢালাই রাস্তা, অভিযোগ
ফাইল ছবি

ফুলবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে পিচ ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ

আল আমিন বিন আমজাদ | ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | www.qtvbanglahd.tv
নভেম্বর ২০২৫ | জেলা সংবাদ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া মৌজার পলি পাড়া গ্রামে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে এলজিডির (LGED) পিচ ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নজিবর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নজিবর রহমান জানান, তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়েই সরকার রাস্তা নির্মাণ করছে। অথচ রেকর্ড অনুযায়ী রাস্তার দাগ তার জমির পাশ দিয়ে রয়েছে। তিনি বলেন, “আমি গরিব মানুষ। আমার সামান্য যে জমি আছে, সেটাই আমার বসতবাড়ি ও জীবিকার একমাত্র অবলম্বন। অথচ সেই জমির উপর দিয়েই এখন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে আমি চরম ক্ষতির মুখে পড়বো।”

তিনি আরও বলেন, “আমার মালিকানাধীন জমির দাগ এক, আর রেকর্ডভুক্ত রাস্তার দাগ সম্পূর্ণ ভিন্ন। অথচ এলজিডি রেকর্ড উপেক্ষা করে আমার জমিতেই রাস্তা ঢালাই করছে। আমি চাই, রাস্তা যেন রেকর্ড অনুযায়ী স্থানেই নির্মিত হয়।”

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নজিবর রহমান বলেন, “আমি শুধু ন্যায্য বিচার চাই। সরকার যেন প্রকৃত রেকর্ড যাচাই করে আমার জমি রক্ষা করে।”

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পলি পাড়া এলাকায় সম্প্রতি এলজিডির উদ্যোগে গ্রামীণ সংযোগ সড়ক উন্নয়নের কাজ চলছে। তবে কিছু এলাকায় জমি চিহ্নিতকরণে ভুলের কারণে এমন অভিযোগ উঠছে। এলাকাবাসীও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যেন ভবিষ্যতে এ ধরনের বিতর্কের অবসান ঘটে।

এই পাতার আরো খবর
Our Like Page