ঢাকা-১৭ ও বগুড়া-৪ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক | কিউটিভি বাংলা
বিনোদন জগতের আলোচিত ও সমালোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আসছেন রাজনীতির ময়দানে দলীয় প্রার্থী হিসেবে। জানা গেছে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন।
যদিও হিরো আলম এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন— এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র নয়, একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হিরো আলম বলেন, “সময় হলে সব জানাব। তবে এটুকু বলতে পারি— এবার আমি স্বতন্ত্র নয়, যে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেব। কয়েক দিনের মধ্যেই জানাতে পারব কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”
সূত্র জানায়, সম্প্রতি হিরো আলম ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এমনকি নুর হিরো আলমের অফিসেও গিয়ে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।
এবার তিনি দুটি আসন থেকেই প্রার্থী হবেন— একটি ঢাকা-১৭ ও অন্যটি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।
হিরো আলম বলেন, “এর আগেও আমি দুটি আসনে নির্বাচন করেছি। এই এলাকার মানুষ আমার সঙ্গে যুক্ত। যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই উৎসাহ দিয়েছেন। তাই সিদ্ধান্ত নিয়েছি, এবারও দুটি আসনে নির্বাচন করব।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিরো আলমের প্রার্থিতা নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ ও সোশ্যাল মিডিয়াভিত্তিক ভোটারদের মাঝে তার প্রভাব অস্বীকার করা যায় না।
জানা গেছে, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রার্থী হচ্ছেন। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও লড়বেন এই আসনে। ফলে এ আসনে হবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।
অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপির মোশারফ হোসেনসহ একাধিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
হিরো আলমের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এবার দলীয় প্রতীকে প্রার্থী হওয়ায় তার অবস্থান নতুন এক অধ্যায় সূচনা করতে পারে বলে রাজনৈতিক মহলের অভিমত।


