শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
শাপলায় লাশ পড়ছিল, বিএনপি উঁকি দেয়নি: নাসীরুদ্দীন
প্রকাশ কাল | সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন
নাসীরুদ্দীন পাটোয়ারী, এনসিপি, শাপলা চত্বর, হেফাজত সমাবেশ, বিএনপি সমালোচনা, জুলাই সনদ, ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স
ফাইল ছবি । সংগৃহীত

শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক | কিউটিভি বাংলা 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক আলোচনাসভায় তিনি বলেন,
“ইসলামি যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল, তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। আমার আলেম ভাইয়েরা শহীদ হন, আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন।”

তিনি বলেন, আলেম সমাজকে বুঝতে হবে— কে ইসলামের স্বার্থে লড়ছে আর কে রাজনৈতিক সুযোগ নিতে ধর্মের ব্যবহার করছে।

নাসীরুদ্দীন আরও বলেন,
“মদিনা ও মওদুদীর ইসলাম” নিয়ে যারা আলোচনা করছে, তাদের উচিত আগে ইসলামের মূল ভাবনা বোঝা। মদিনার ইসলাম শান্তি, ন্যায় ও নৈতিকতার সমাজ গড়ার কথা বলে। সেখানে চাঁদাবাজি, দুর্নীতি বা ফ্যাসিজমের জায়গা নেই। মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চাইলে ‘জুলাই সনদ’ ভালো করে পড়তে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, কওমি আলেমদের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে নবী ও সাহাবাদের নিষ্পাপতা ও সত্যতার বিষয়ে।
“এনসিপি এই দুই বিষয়েই বিশ্বাসী। তাহলে হেফাজত কেন আমাদের সঙ্গে আসে না? ইসলামের নামে বিভিন্ন ব্যানারে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আলেমদের এসব বিষয়ে সচেতন হতে হবে।”

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন,
“জামায়াত ইসলামিক ব্লক গঠনের নামে হেফাজতের আলেমদের ব্যবহার করছে। তাদের ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন তারা ইসলামের নামে আবার ধানের শীষে ভোট দেয়। কিন্তু আমরা দুর্নীতির টাকায় রাজনীতি করব না। জনগণের মধ্য থেকে এসেছি, জনগণের কাছেই ফিরে যাব।”

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেন। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন এবং বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যে ইসলামি রাজনৈতিক অঙ্গনের ভেতরকার সম্পর্ক ও নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

এই পাতার আরো খবর
Our Like Page